Khoborerchokh logo

তামিম এর ব্যাপারে বর্তমানে বিসিবিতে কোনো অস্থিরতা নেই: ইসমাইল 537 0

Khoborerchokh logo

তামিম এর ব্যাপারে বর্তমানে বিসিবিতে কোনো অস্থিরতা নেই: ইসমাইল

খেলার খবর:
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একদিনের মধ্যে অবসর ভেঙেছিলেন তামিম ইকবাল।  তবে অধিনায়কত্বের দায়িত্বে ফিরছেন না দেশসেরা এই ওপেনার। গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এমনটায় জানিয়েছেন তামিম। সেইসঙ্গে আসন্ন এশিয়া কাপেও খেলবেন না তিনি।


তাই বিসিবির এখন প্রধান কাজ নতুন অধিনায়ক বেছে নেওয়া। তবে এই ব্যাপারে কোনো ‘অস্থিরতা’ নেই বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। তামিমের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মল্লিক বলেন, কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন। আমাদের জন্য এটা একটা ধাক্কা।' তিনি আরও বলেন, 'তবে ওঁরা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। এছাড়া ক্রিকেট অপারেশন্সও আছে। মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। তবে স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com