Khoborerchokh logo

সাদুল্লাপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু 184 0

Khoborerchokh logo

সাদুল্লাপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

তানিন আফরিন, গাইবান্ধা থেকে:
 গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরে ডুবে রুহান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে এ ঘটনা ঘটে।রুহান জেলার সাঘাটা উপজেলার ভরতখালী এলাকার রাহুল মিয়ার ছেলে। সে তার মায়ের সঙ্গে সাদুল্লাপুরে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।স্থানীয়রা জানান, কয়েকদিন আগে মা রুমা বেগমের সঙ্গে শ্রীকলা গ্রামে নানা অছিম উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে রুহান। মঙ্গলবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। পরে বেশ কিছু সময় তাকে বাড়িতে না দেখে খোঁজ শুরু করলেও পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন স্বজনরা। তাৎক্ষণিক রুহানকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com