গাজীপুর মহানগরের বোর্ড বাজারে কোরবানীর পশুর হাট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন
খবরের সম ডেস্ক:
গাজীপুর সিটিকর্পোরেশন কতৃক অনুমোদিত ৩৫ নং ওয়ার্ডস্থ মির্জাপুর সিএনজি পাম্প সংলগ্ন ১৭ বিঘা জমির উপর কোরবানী পশু বিক্রয়ের বিরাট হাট বসেছে।
অদ্য ৯ জুন ২০২৪ ইং বাদ আসর আনুষ্ঠানিকভাবে মিলাদ ও দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
কয়েক স্তর বিশিষ্ঠ নিচ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীর দ্বারা এই হাট পরিচালিত হবে। এবং ক্রেতা ও বিক্রেতার সার্বিক সহযোগীতায় রয়েছে এক ঝাঁক সেচ্ছাবেবক দল। এই হাটের ইজারাদার হিসেবে নিয়োজিত রয়েছেন মো: আতিকুর রহমান।
৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর মীর ওসমান গনি কাজল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,অতীতের যেকোনো সময়ের তুলানায় এবারের পশুর হাট নিচ্ছিদ্র নিরাপত্তার দ্বারা পরিচালিত হবে। দূর দুরান্ত থেকে হাটে আগত কোরবানীর পশু অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে। ক্রেতা ও বিক্রেতা সাধারণের জন্য রাখা হয়েছে স্বেচ্ছাসেবক টিম।
হাটের ভিতরে ও বাহিরে অপরিচিত কারো কোনোকিছু খাওয়া থেকে বিরত থাকবেন। মলম পাটি বা ছিনতাইকারী কাউকে সন্দেহ হলে সাথে সাথে হাট কমিটির নিকট জানাতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট জানাতে হবে। যেকোনো অপ্রত্যাশিত ঘটনা আমাদের কাম্য নয়।
উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,স্থানীয় ৩২,৩৩,৩৪,৩৫ ও ৩৭ ওয়ার্ড কাউন্সিলরগণ। পাশাপাশি অত্র এলাকার স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই হাটকে কেন্দ্র করে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়াউল হক (পিপিএম)সেবা জানান,কোরবানীর পশুর হাটে আগত ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ২৪ ঘন্টায় পুলিশ নিয়োজিত থাকবে।