Khoborerchokh logo

গাইবান্ধায় ৮শ ৪৫ পিছ ইয়াবাসহ দুই জন গ্রেফতার 251 0

Khoborerchokh logo

গাইবান্ধায় ৮শ ৪৫ পিছ ইয়াবাসহ দুই জন গ্রেফতার

আনোয়ার  হোসেন  রানা,গাইবান্ধা-থেকে  :
গাইবান্ধার পলাশ বাড়িতে ৮ শ ৪৫ পিছ  ইয়াবা ট‍্যাবলেট সহ দুই  জন কে গ্রেফতার করেন  র‍্যাব- ১৩। গ্রেফতারকৃতরা হলেন আশরাফুল ইসলাম (৩০) ও তুহিন মিয়া (২৬) নামের দুই মাদক কারবারি।  সোমবার বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতার আশরাফুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রোমের মৃত তারা মিয়ার ছেলে ও তুহিন মিয়া পলাশবাড়ী উপজেলার বিষ্ণপুর গ্রামের এনামুল হকের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার ঠুটিয়াপুকুর এলাকায় মাদক বিক্রির অপেক্ষা থাকা আশরাফুল ইসলাম ও তুহিন মিয়ার দেহ তল্লাশি করে ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাদের গ্রেফতার করা হয়েছে। র‍্যাব কর্মকর্তা মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com