Khoborerchokh logo

গাজীপুরের বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত মোসলেম উদ্দিন মোল্লা স্মরণে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন 340 0

Khoborerchokh logo

গাজীপুরের বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত মোসলেম উদ্দিন মোল্লা স্মরণে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

মনিরুজ্জামান কামাল:
 গতকাল ২৪ এপ্রিল২০২২ইং রোজ রবিবার ২২ রমজান,গাজীপুর মহানগরের ১৩নং ওয়ার্ডস্থ নাওজোড় এলাকায় অবস্থিত এপার ওপার ট্রান্সর্পোট লিমিটেড এর অফিসে প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোসলেম উদ্দিন মোল্লা স্মরণে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । নাট্যকার,সাংবাদিক ও চলচিত্র নির্মাতা পীযুষ প্লাবন মিতার সার্বিক তত্বাবধানে এ আয়োজন করা হয় । 

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মঞ্চ নাটক অভিনেতা আনোয়ার হোসেন,রমেশ পাল,আব্দুল মজিদ মোল্লা,মনিরুজ্জামান কামাল,ব্যবস্থাপনা সম্পাদক,খবরের সময়.কম,মো: রুহুল আমিন,কালপুরুষসহ একাধিক চলচিত্র নির্মাতা ব্যক্তিত্ব,মো: আলমাস মিয়া,মো: আব্দুল খালেক মোল্লা,আব্দুল খালেদ,মো: আলমগীর কবীর,সম্পাদক,খবরের সময়.কম ও দৈনিক প্রথমকথা পত্রিকার জ্যেষ্ঠ প্রতিনিধিসহ একাধিক প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ । এছাড়াও উপস্থিতছিলেন এলাকার অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গগন ।


প্রয়াত মোসলেম উদ্দিন মোল্লা‘র স্মৃতিচারণ করতে গিয়ে জনাব পীযুষ প্লাবণ মিতা বলেন,অসম্ভব রকমের একজন ভাল মানুষ ছিলেন ।এই অল্প সময়ে তার গুনকীর্তণ করে শেষ করা যাবে না ।তিনি সর্বদাই ছিলেন একজন প্রানবন্ত মানুষ ।সৃষ্টিকর্তা প্রতি আকুল আবেদন জানাচ্ছি তিনি যেন বেহেস্তবাসী হন । তারমত একজন গুনী শিল্পী পাশাপাশি একজন মঞ্চ নাটক নির্মাতাকে আমরা অল্প সময়ে হারিয়েছি । 
উল্লেখ্য:
তিনি ছিলেন গাজীপুর জেলা বাউল সমিতির সাবেক সাধারণ সম্পাদক,জয়দেবপুর কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির বারবার নির্বাচিত সভাপতি এবং জেলা সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র । তার লেখা অসংখ্য গান,বেশকিছু যাত্রাপালা “প্রতারক মহারাজা”সহ আরও অনেক খন্ড নাটক । গাজীপুর জেলার সাংস্কৃতিক অঙ্গণে অতি অল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান ছিল তার ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com