Khoborerchokh logo

পীরগঞ্জে ভাসমান সেচ পাম্প নিয়ে কৃষকদের মাঝে আশার আলো 181 0

Khoborerchokh logo

পীরগঞ্জে ভাসমান সেচ পাম্প নিয়ে কৃষকদের মাঝে আশার আলো

মোস্তফা মিয়া,পীরগঞ্জ রংপুর থেকে:
 রংপুরের পীরগঞ্জ উপজেলার সুরানন্দপুর গ্রামের স্বল্প মূল্য কৃষকদের সেচ পাম্পের মাধ্যমে কৃষকের সেচ নিশ্চিত করার উদ্যেগে হাজারো কৃষক আশার আলো দেখছেন। এতে করে করতোয়ার বালুচরে তাদের পতিত জমি চাষবাদ করে লাভবান হতে পারবেন।
উপজেলার চতরা ইউনিয়নে বাটিকামারী গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ছেলে জিল্লুর রহমান কৃষকদের কথা ভেবে উক্ত ইউনিয়নের সুরান্দপুর গ্রামের একটি ভাসমান সেচ পাম্পের  আবেদন করেন উপজেলা বরেন্দ্র উন্নয়ন বহুমুখী কর্তৃপক্ষের নিকট। কয়েকমাস পুর্বের উক্ত আবেদনটি তদন্তের মাধ্যমে অনুমোদন দেয় কর্তৃপক্ষ। জিল্লুর রহমান সুরান্দপুর গ্রামের বিধি অনুযায়ী ওই সেচ আওতাধীন জমি বরেন্দ্র বহুমুখী  উন্নয়ন কর্তৃপক্ষে নিকট অফিসিয়াল ভাবে হস্তন্তর  করেন। যাহার দলিল নং ১০১৫৫ জে এল নং ২৬০ দাগ ২১৭ খতিয়ান ১১২। জিল্লুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন আমি অসহায় কৃষকের কথা ভেবে ভাসমান সেচ পাম্পের আবেদন করি। যাতে কৃষক অল্প খরচে তার ফসলি জমিতে সেচ দিয়ে আবাদ করতে পারে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com