Khoborerchokh logo

পাবনায় ভেঁজাল ইফতারি খাওয়ার পর ৯ বিচারকসহ অসুস্থ অনেকে,গ্রেপ্তার ৩ 133 0

Khoborerchokh logo

পাবনায় ভেঁজাল ইফতারি খাওয়ার পর ৯ বিচারকসহ অসুস্থ অনেকে,গ্রেপ্তার ৩

 অনিরাপদ খাদ‌্যের খপ্পরে বিচারকসহ আরও অনেকে ।গত বুধবার ২০ এপ্রিল২০২২ইং পাবনা জেলা শহরের একটি রেস্তোরাঁ থেকে আনা ইফতারি খেয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৯ বিচারকসহ অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর,তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় পাবনা কোর্ট চত্বরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে ইফতারির আয়োজন করা হয়। সেখানে ইফতারি খাওয়ার পর এ অসুস্থের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের রূপকথা রোডের কাশমেরি ফুড গার্ডেনের সত্ত্বাধিকারী হাসানুর রহমান রনি, ম্যানেজার সাব্বির হোসেন ও নাজমুস সাদাত মাসুদ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ধারায় মামলা দায়ের করে বৃহস্পতিবার রাতেই কারাগারে পাঠানো হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন বিচারকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক বিদায় ও ইফতারির আয়োজন করা হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com