Khoborerchokh logo

গাজীপুর সাংবাদিক বহুমুখী কল্যাণ সমিতি’র ফ্যামিলি ডে সম্পন্ন 239 0

Khoborerchokh logo

গাজীপুর সাংবাদিক বহুমুখী কল্যাণ সমিতি’র ফ্যামিলি ডে সম্পন্ন

আলমগীর কবীর:
শনিবার ৩০ ডিসেম্বর২০২৩ইং সকাল ১০ ঘটিকায় গাজীপুরে কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের প্রাণের সঞ্চয়ী সংগঠন গাজীপুর সাংবাদিক বহুমুখী কল্যাণ সমবায় সমিতির বার্ষিক ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দিনব্যাপী গাজীপুর শহরের নীলের পাড়াস্থ সবুজ ছায়া পিকনিক স্পটে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাংবাদিক সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে ফ্যামিলী ডে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। সকাল ১০টার মধ্যে সকল সদস্যবৃন্দ তাদের পরিবার-পরিজন নিয়ে রিসোর্টে একত্রিত হন এবং নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি উপভোগ করেন।

সমিতির সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত'র সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমিতির সভাপতি ফজলুল হক বাদল দিনের কর্মসূচীর শুভ সূচনা করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফ্যামিলি ডে অনুষ্ঠানের অন্যতম উপদেষ্টা দৈনিক মুক্ত বলাকার পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন,ফ্যামিলি ডে অনুষ্ঠানের আহবায়ক মোঃ কামাল হোসেন বাবুল, সমিতির কোষাধ্যক্ষ মোঃ রেজাউল করিম মোল্লা, কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী ভূূঁইয়া, সহ-সভাপতি আব্দুল গাফফার,আলমগীর কবীর,কাজী আব্দুল মান্নান,রেজানুর ইসলাম,কামাল উদ্দিন প্রমুখ।

পরে সমিতির অন্যতম সদস্য মোঃ মনিরুজ্জামান মোহনের পরিচালনায় শুরু হয় ক্রীড়ানুষ্ঠান। তাকে সার্বিক সহযোগিতা করেন- নুরুল ইসলাম সবুজ, আব্দুর রহমান, হাইউল উদ্দিন খান, মোল্লা রশীদ,সুরুজ্জামান রাসেল ।

দুপুরের খাবার পরিবেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন-কাজী আব্দুল মান্নান,জিসান ও মনিরুজ্জামান মনির।

দ্বিতীয়পর্বে শুরু হয় মনোরম পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চিত্রাভিনেতা মোঃ মজিবুর রহমান রানার সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন- মাহমুদা ইয়াসমিন নীপা, মল্লিকা ও জুঁই।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দৈনিক ইত্তেফাকের মোঃ মুজিবুর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মোঃ খায়রুল ইসলাম, দৈনিক জনকন্ঠের মোস্তাফিজুর রহমান টিটু, দৈনিক যুগান্তরের শাহ সামসুল হক রিপন, দৈনিক সময়ের আলোর মিলটন খন্দকার, দৈনিক মুক্ত সংবাদের সৈয়দ মোকসেদুল আলম লিটন,ডেইলী নিউজ টাইমের মাহতাব উদ্দিন আহমদ, দৈনিক কন্ঠবাণীর সম্পাদক মোঃ জানে এ আলম, দৈনিক যায়যায় দিনের বায়েজীদ হোসেন, ডেইলী মনিং গ্লোরীর শফিকুল ইসলাম জিতু। পরিশেষে ক্রীড়া প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সাংবাদিকদের মাঝে মূল্যবান উপহার প্রদান করা হয়। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com