বর্তমানের শিক্ষার্থীরা না শিখতে পারার ব্যর্থতা শিক্ষকদের: শিক্ষা উপমন্ত্রী 57 0
বর্তমানের শিক্ষার্থীরা না শিখতে পারার ব্যর্থতা শিক্ষকদের: শিক্ষা উপমন্ত্রী
শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন,আগে বছর শেষে পরীক্ষা হলে শিক্ষার্থীরা পাস করতো। কিন্তু শিক্ষার্থীরা দক্ষ হয়েছে কি না সেটা বোঝা যেতো না। পরীক্ষায় ভালো করলেও আমরা কিছু শিখিনি। সেই না শেখার ব্যর্থতা শিক্ষকদের। শুক্রবার দুপরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষার সমস্যা নিরসন ও মান উন্নয়নে রাজবাড়ীর পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপমন্ত্রী আরও বলেন,‘আমরা দোষারোপ করি শিক্ষার্থী ও অভিভাকদের। শিক্ষার্থী পাস করেনি কেন ? তার বুদ্ধি কম ও মেধাহীন বলে দোষারোপ করি।
যা সম্পূর্ণ মিথ্যা ও ভুল-বিভ্রান্তমূলক চিন্তাধারা। মেধা প্রমাণ করার কিছু নেই। আপনার (শিক্ষক) কাজ হলো মেধা সৃষ্টি করা। সভায় সভাপতিত্ব করেন পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদরসা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মীর মো. আবদুল বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, সংরক্ষিত নারী আসনের এমপি খোদেজা নাসরিন আক্তার হোসেন, সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ প্রমুখ।