ভূয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজীকালে একজনকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ 118 0
ভূয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজীকালে একজনকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ
গাজীপুরে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ। গত শনিবার(১৮ ডিসেম্বর)২০২১ইং সন্ধ্যায় জিএমপি'র বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ভুয়া পুলিশ,কুমিল্লার,মনোহরগঞ্জ থানার,ফোমগাঁও গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ বাবুল(২৮)। সে বাসন থানার ভোগড়া এলাকার ইমরান সরকারের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল।
গ্রেফতারকালে তার কাছ থেকে পুলিশের পরিচয়ে ভিজিটিং কার্ড,লেজার লাইট,পুলিশের জুতা,খেলনা পিস্তল ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে বাসন পুলিশ।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মালেক খসর“ খান জানান,গ্রেফতারকৃত ভুয়া আসামী দেলোয়ার বাসন থানাধীন বিভিন্ন এলাকায় নিজেকে পুলিশের উপ-পরিদর্শক পরিচয় দিয়ে চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকালে তার কাজ থেকে পুলিশের ভিজিটিং কার্ড,খেলনা পিস্তল,লেজার লাইট ও পুলিশের জুতা উদ্ধার করা হয়। তিনি আরো জানান,গ্রেফতারকৃতের বির“দ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।