Khoborerchokh logo

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গাউক এর চেয়ারম্যান হলেন আজমত উল্লা খান 88 0

Khoborerchokh logo

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গাউক এর চেয়ারম্যান হলেন আজমত উল্লা খান

আলমগীরকবীর:
বীরমুক্তিযোদ্ধা গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি,দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী,গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনেপরাজিত প্রার্থী অ্যাডভোকেট মো.আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউকেএর  চেয়ারম্যান করেছে সরকার।

রোববার (৪ জুন)২০২৩ইং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়,গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুযায়ী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।ৃ



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com