Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে কথিত বিএনপি নেতাদের হুমকি-ধমকিতে অতিষ্ট ব্যবসায়ীরা 87 0

Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে কথিত বিএনপি নেতাদের হুমকি-ধমকিতে অতিষ্ট ব্যবসায়ীরা


:গাজীপুরের টঙ্গীতে কথিত বিএনপি নেতাদের হুমকি ধামকিতে অতিষ্ট এলাকার বিভিন্ন কারখানা মালিক, স্কুল শিক্ষক ও সাধারণ দোকানিরা। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযুক্ত এসব নেতারা হলেন বড় দেওড়া পরানমন্ডলের টেক এলাকার দরবেশখ্যাত হাজী বাবর আলী ও সফিউদ্দিন সরকার একাডেমী রোডের আসাদ জামান রনি। তারা বিএনপির কোনো কমিটিতে না থাকলেও স্থানীয় একটি প্রভাবশালী মহলের নাম ভাঙিয়ে বিভিন্ন কারখানা ও দোকানপাটে হানা দিচ্ছে।

এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর বাবর আলী ও আসাদ জামান রনি বেপরোয়া হয়ে উঠেন। বাবর আলীর নেতৃত্বে বড় দেওড়া কাঁঠালদিয়া এলাকায় নিউ জীপার, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ন্যাশনাল পলিমার, বিল্লাহ রিসোর্স কারখানাসহ বিভিন্ন উৎপাদনমুখী কারখানায় ওয়েষ্টেজের জন্য হানা দিতে থাকেন। ওয়েষ্টেজ দিতে অপারগতা প্রকাশ করলে কারখানা কর্মকর্তাদের হুমকি-ধমকি দেন।

এদিকে আসাদ জামান রনি টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজ মার্কেটের বিভিন্ন দোকানিকে তাদের চুক্তিপত্রের দলিলের কপি দিতে চাপ প্রয়োগ করেন। যেসব দোকানি দলিলের কপি দিতে অস্বীকার করেন তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি ধমকি দেন। এতে নিরীহ দোকানিরা ভীতসন্ত্রস্ত অবস্থায় ব্যবসা পরিচালনা করে আসছেন। এমনকি রনির নেতৃত্বে একটি দল পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের শিক্ষকদেরকে স্কুলে প্রবেশ না করতে হুমকি দিয়ে আসছেন। এতে ওই শিক্ষকরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

যোগাযোগ করা হলে আসাদ জামান রনি বলেন, আমি সরকার পরিবারের লোক। পাইলট স্কুলের একটি চক্র মার্কেটের দুইটি সিঁড়ি বিক্রি করে দিয়েছে। কি শর্তে সিঁড়িগুলো দোকানিরা কিনেছে তা জানতে চুক্তিনামা দলিলের কপি চেয়েছিলাম। বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে পাইলট স্কুলের তিনজন শিক্ষক দুর্নীতির দায়ে পদত্যাগ করেছেন। আন্দোলনের সমন্বয়কদের মধ্যে আমিও একজন। তাই দুর্নীতিবাজ শিক্ষকদের প্রতিষ্ঠানে আসতে বারণ করা হয়েছে।

এবিষয়ে যোগাযোগ করা হলে হাজী বাবর আলী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো কারখানায় ওয়েস্টেড বা ঝুটের জন্য যাইনি এবং কাউকে হুমকি ধামকিও দেইনি।

এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন বলেন, বাবর আলী ও আসাদ জামান রনি বিএনপি ঘরনার হলেও তাদের কোনো পদপদবী নেই। তাদের বিরুদ্ধে বিভিন্ন জনকে হুমকি ধামকি দেওয়ার অভিযোগ পেয়েছি। 

এবিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া বলেন, রনি  নামে একজন লোক দোকান মালিকদের কাছে চুক্তিনামার দলিল চেয়েছে বলে একাধিক ভূক্তভোগি দোকানির মারফতে শুনতে পেয়েছি। এছাড়াও  আমাদের কলেজের সহকারি অধ্যাপক কামাল হোসেনকেও তিনি প্রতিষ্ঠানে আসতে নিষেধ করেছেন বলেও শুনেছি। আমরা জানতে পেরেছি রনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি শিক্ষা প্রতিষ্ঠান ও মার্কেট কমিটির কেউ নন। কোনো দোকানির কাছে চুক্তিনামা দলিল চাওয়া তার কোনো এখতিয়া নেই।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com