নারায়নগঞ্জের রূপগঞ্জে গাঁজাসহ প্রাইভেট,৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ 154 0
নারায়নগঞ্জের রূপগঞ্জে গাঁজাসহ প্রাইভেট,৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতর করেছে র্যাব-১
খবরের সময় ডেস্ক:
র্যাব-১,উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ব্রাহ্মনখালী এলাকায় এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজাসহ অব¯’ান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ব্রাহ্মনখালী এলাকার কাঞ্চনব্রীজ সংলগ্ন ভূইয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) ইয়াসিন হোসেন স¤্রাট (২১), পিতা-আবুল হোসেন, জেলা- গাজীপুর, ২) আসিফ হোসেন (২০), পিতা-নজরুল ইসলাম,জেলা-গাজীপুর,৩) মোঃ সাব্বির হোসেন (১৯), পিতা-দুলু মিয়া, জেলা- গাজীপুর, ৪) রতন মিয়া (১৯),পিতা-মোঃ মোক্তার হোসেন, জেলা- রংপুর এবং ৫) ফুলবানু (৪৫), স্বামী-মৃত শাহ আলম, জেলা- গাজীপুরদের’কে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামীদের নিকট হতে ১০ কেজি গাঁজা,০১ টি প্রাইভেটকার এবং ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।