Khoborerchokh logo

নারায়নগঞ্জের রূপগঞ্জে গাঁজাসহ প্রাইভেট,৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ 154 0

Khoborerchokh logo

নারায়নগঞ্জের রূপগঞ্জে গাঁজাসহ প্রাইভেট,৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতর করেছে র‌্যাব-১

খবরের সময় ডেস্ক:
র‌্যাব-১,উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ব্রাহ্মনখালী এলাকায় এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজাসহ অব¯’ান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ব্রাহ্মনখালী এলাকার কাঞ্চনব্রীজ সংলগ্ন ভূইয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) ইয়াসিন হোসেন স¤্রাট (২১), পিতা-আবুল হোসেন, জেলা- গাজীপুর, ২) আসিফ হোসেন (২০), পিতা-নজরুল ইসলাম,জেলা-গাজীপুর,৩) মোঃ সাব্বির হোসেন (১৯), পিতা-দুলু মিয়া, জেলা- গাজীপুর, ৪) রতন মিয়া (১৯),পিতা-মোঃ মোক্তার হোসেন, জেলা- রংপুর এবং ৫) ফুলবানু (৪৫), স্বামী-মৃত শাহ আলম, জেলা- গাজীপুরদের’কে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামীদের নিকট হতে ১০ কেজি গাঁজা,০১ টি প্রাইভেটকার এবং ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com