শাহারুল ইসলাম,পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে:
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গাইবান্ধার পলাশবাড়ী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দো’আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে মঙ্গলবার২০২২ইং দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আবু তালেব সরকার তারা, প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রউফ খাঁন, অনিল চন্দ্র সরকার, বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে শাফিউল আম্বিয়া রোজ, কাওছার খাঁন ও জিহাদ বাবু প্রমূখ।
এসময় পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক আ.ই.ম মিজানুর রহমান। শেষে ২০২২ সালের পরীক্ষার্থীদের উদেশ্যে এক বিশেষ দো’আ পরিচালনা করেন শিক্ষক হাফেজ মাওঃ মোস্তাফিজার রহমান রাজা।
২০২২ সালের পরীক্ষায় পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জেনারেল শাখায় ১০৭ জন এবং ভোকেশনাল শাখায় ১০৬ জনসহ মোট ২১৩জন পরীক্ষার্থী অংশগ্রহন করবেন বলে জানা যায়।