Khoborerchokh logo

ভয়াবহ আগুনে পুড়ছে বাবুর হাট 117 0

Khoborerchokh logo

ভয়াবহ আগুনে পুড়ছে বাবুর হাট

রাজ উদ্দিন নরসিংদী,থেকেঃ
দেশের বৃহত্তম পাইকারী কাপড়ের বাজার নরসিংদীর শেকেরচর (বাবুর হাট) বনিক সমিতির গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রবিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়। 
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার রাত ১১টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান তারা। কিছুক্ষণের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে বলে জানা।
ভিতরে রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারছে না। ফলে আগুনের তীব্রতা বেড়েই চলছে।
স্হানীয়রা জানান, ইতোমধ্যে প্রায় অর্ধশতাধিক কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। এখন ফায়ার সার্ভিসের আরো ৭টি ইউনিট যুক্ত হয়েছে। এ নিয়ে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট কাজ করছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com