তিনি বলেছেন,এতে বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক নিরাপত্তা সম্বলিত ব্যবস্থা থাকবে। এ লক্ষ্যে দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে অনুষ্ঠানে মোজাম্মেল হক বলেন,‘সরকার বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে ২০ হাজার করেছে। তারা দেশের যেকোনো বিশেষায়িত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধারা যাতে সম্মানজনক জীবনযাপন করতে পারে বর্তমান সরকার তার সকল ব্যবস্থাই করছে।
তিনি জানান, সব অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বসত ঘর দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ খাতে ৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
সভায় সংগঠনের সভাপতি কাজী রিয়াজুল হক,সমিতির মহাসচিব আবু আলম মো.শহিদ খানসহ সমিতির বীর মুক্তিযোদ্ধা নেতারা বক্তব্য রাখেন।