গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 154 0
গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
তানিন আফরিন গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎ সংযোগ সংস্কার করতে গিয়ে রাসেল মিয়া (৩৭) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বোয়ালিয়া ছোট সোহাগি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।রাসেল ওই গ্রামের আব্দুল মাজেদ মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, রাসেল একজন পেশাদার বিদ্যুৎকর্মী।
সকালে প্রতিবেশী আলতাফ হোসেনের বাড়ির ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কার করতে যান রাসেল। তিনি মেইন লাইনের খুঁটিতে ওঠে কাজ করছিলেন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি খুঁটিতেই আটকা পড়েন। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।