Khoborerchokh logo

গাজীপুরে মাদক ব্যবস্যা কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩ 63 0

Khoborerchokh logo

গাজীপুরে মাদক ব্যবস্যা কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩


খবরের সম ডেস্ক:

গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৪ নং ওয়ার্ডের হাজির পুকুর এলাকার মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি'র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

সরেজমিনে ও এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়,গত বৃহস্পতিবার এলাকায় দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা দাওয়া হয়েছে। হাজির পুকুর মুন্সিবাড়ির টি এন এন্টারপ্রাইজ ফ্যাক্টরির মালিক বলেছেন, ট্যাবলেট ব্যবসাকে কেন্দ্র করে রাতে ফ্যাক্টরির জানালার কাচঁ ভেঙেছে সন্ত্রাসীরা।

দোকানদার নাজিমুদ্দিন বলেন,দোকান ভাঙচুর ও ক্যাশ থেকে জোরপূর্বক ৫ হাজার টাকা নিয়ে গেছে। থানায় অভিযোগ আছে।

বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে গাজীপুর টেকনিক্যাল কলেজের ছাত্র শামীম হোসেন (১৯)কে কুপিয়ে জখম করেছে ইউনুস ও জাহাঙ্গীর মোল্লার সন্ত্রাসী গ্রুপ। তাদের হাতে থাকা লোহার পাইপ, রট, চাপাতি, চায়নিস কোরাল ও রামদা নিয়ে  হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে যখম ও মাথায় রামদা দিয়ে কোপ দেয়। পরবর্তী সময়ে উপস্থিত লোকজনের সহযোগিতায় থাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আহতের মাথায় ছয়টা সেলাই লেগেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এলাকার সাধারণ মানুষ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

আতংক সৃষ্টি করার লক্ষে পথচারির গতিপথ রুদ্ধ করে অর্তকিত আক্রমণ চালায় হামলাকারীরা। জানা যায় আলিফ হাসান এসএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে নিয়ে আসার পথে জাহাঙ্গীর মোল্লা লোকজন হাতে ও পায়ে রাম দা দিয়ে কোপ দেয়। তারপর ইউনুস ও জাহাঙ্গীর মোল্লা রড দিয়ে এলো পাতারি আঘাত করতে থাকে। পরবর্তীতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাটানো হয়। আহত ব্যক্তির হাতের একটা আঙ্গুলের রগ কেটে গেছে এবং হাতে চারটা আঙ্গুলে সেলাই লেগেছে। 

মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ৩৫ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক বলেন  খালেদা জিয়া, জিয়া ও তারেক রহমানের ছবিসহ আমার ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করেছে। জাহাঙ্গীর মোল্লার নেতৃত্বে আওয়ামী শ্রমিক লীগের ৩৪নং ওয়ার্ড সহ-সভাপতি ইউনুছ আলী সহ তার দলবল নিয়ে অফিস ভাঙচুর করে। জাহাঙ্গীর মোল্লা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ফারুক খানের সহচর। তবে ফারুক খান বলেছে ঘরোয়াভাবে এর সমাধান করবো।

পরিচয় গোপন রেখে এলাকাবাসী আরো জানায়, জাহাঙ্গীর মোল্লা নিজেকে জাহির করার জন্য নিজ হাতে রামদা নিয়ে এলাকায় দু একদিন পরপর মহড়া দেয় এবং তার দলবলের সাথে আগ্নেয়াস্ত্র থাকে, যা সিসি ফুটেজের আপনারা দেখতে পাবেন এবং অল্প কিছুদিন  আগে ইস্ট ওয়েস্ট গার্মেন্টস এবং এলিট গার্মেন্টসের জুট ব্যবসা দখলের কেন্দ্র করে ধাওয়া পাল্টার ঘটনা ঘটায়। সিসি ফুটেজগুলো বর্তমান সামাজিক যোগাযোগে ভাইরাল হয়েছে।

এ ব্যাপারে জাহাঙ্গীর মোল্লার সাথে মোবাইলে কথা বললে, তিনি মোবাইলে কথা বলতে অসীকৃতি জানান।

এ ব্যাপারে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানান, ইতিপূর্বে  জাহাঙ্গীর মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছে এবং অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com