Khoborerchokh logo

গাইবান্ধা জেলা যুবদলের সভাপতির মুক্তির দাবিতে ফুলছড়ি সদরে প্রতিবাদ সমাবেশ 158 0

Khoborerchokh logo

গাইবান্ধা জেলা যুবদলের সভাপতির মুক্তির দাবিতে ফুলছড়ি সদরে প্রতিবাদ সমাবেশ


আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা থেকে :

 গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীকে মুক্তির দাবিতে ফুলছড়ি সদরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  গত ৩ সেপ্টেম্বর গাইবান্ধার শহরের  রাস্তা থেকে  ডিবি পরিচয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে যায়।পরে ১ লা সেপ্টেম্বরের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাইবান্ধা জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠান জেলা  পুলিশ । তারই প্রতিবাদে  মঙ্গলবার ফুলছড়ি উপজেলা বিএনপির কার্যালয় থেকে  গাইবান্ধা জেলা যুবদলে  সভাপতির মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের  করেন। উদাখালী ইউনিয়ন যুবদ‌লের আয়োজনে বিক্ষোভ মিছিলটি ফুলছড়ি উপজেলা প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে ফুলছ‌ড়ির বিএন‌পি কার্যালয়ে  শেষ হয়। এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার। সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, এস এম সোলায়মান । সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া। ফজলুপুর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন। ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রবি হাসান খাজা, ওমর ফারুক । উদাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম। ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান মোহাম্মদ রাহুল সহ স্থানীয় বিএনপি ও  অঙ্গ সহযোগী সংগঠনের নেতা নেতাকর্মী। নেতাকর্মীগন বক্তব্যকালে ব‌লেন মিথ্যা মামলায় গ্রেপ্তার বন্ধ এবং গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবি জানান। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com