Khoborerchokh logo

এখন অনেকের সুর পাল্টে যাচ্ছে:স্বরাষ্ট্রমন্ত্রী 116 0

Khoborerchokh logo

এখন অনেকের সুর পাল্টে যাচ্ছে:স্বরাষ্ট্রমন্ত্রী


নতুন মন্ত্রিসভায় টানা তৃতীয়বারের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে আজ রোববার প্রথমবারের মতো দপ্তরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিন মন্ত্রণালয়ের ফটকে তাকে ‘হাউজ গার্ড’ দেয় একদল পুলিশ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন টানা চতুর্থবারের মতো সেতুমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো দপ্তরে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। তিনি সাংবাদিকদের বলেন, আমাদের সামনে চ্যালেঞ্জ আসবে আমরা জানি। এখন বিদেশিদের নানান ধরনের চাপ আসবে.দেশের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্রও আছে। এগুলোকে ভয় পেলে চলবে না।

সাহস রাখতে হবে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যেটা বলেছেন যথার্থই বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে সবকিছু মোকাবিলা করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আপনারা দেখেছেন, যারা আগেও যারা অনেক ধরনের কথা বলেছেন তাদের সুর আবার পাল্টে যাচ্ছে। একটু একটু করে তারা ভিন্ন সুরে কথা বলছেন। এসবই হচ্ছে প্রধানমন্ত্রীর দক্ষতা ও বিচক্ষণতা। তার দূরদর্শী সিদ্ধান্তই এসবের মূল কারণ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তারা ২০১৪ ও ২০১৫ সালে দুটি বছর অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যারা দেশকে একটা বিব্রতকর পরিস্থিতির দিকে নিয়ে যেতে অগ্নিসন্ত্রাস করছে, এটা নতুন কিছু নয়। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এসব মোকাবিলায় আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী দক্ষভাবে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার যে প্রচেষ্টা, সেখানে আমরা অনেক নেতাকর্মীকে হারিয়েছি। প্রধানমন্ত্রীকে সেদিন মহান আল্লাহ রহমতের চাদর দিয়ে রক্ষা করেছিলেন। একারণে যে, তিনি বাংলাদেশের মানুষকে একটি উন্নত রাষ্ট্র উপহার দেবেন।

আজ তাই হয়েছে, বাংলাদেশ বদলে গিয়েছে। আর বৈদেশিক চাপ সবসময় থাকে। এগুলোর অনেক হিসাব-নিকাশ থাকে। সেগুলো মোকাবিলা করেই প্রধানমন্ত্রী এগিয়ে যাবেন। তিনি বলেন, সাসটেইনেবল সিকিউরিটি দিতে পারলে সাসটেইনেবল পিস আমরা দিতে পারবো। সবাই বলেছেন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট ধরে রাখতে হলে সাসটেইনেবল পিস দিতে হবে।

বিভিন্ন সংস্থার উন্নয়নের চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ফায়ার সার্ভিস অনেক উন্নত হয়েছে। আধুনিক সরঞ্জামে সজ্জিত ফায়ার সার্ভিস ঘটনার সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে ঘটনাস্থলে। কারাগারগুলোতে অনেক সমস্যা ছিল। সেগুলোর অনেকগুলো সমাধান করে ঢেলে সাজানো হয়েছে। এখন সবগুলো সুনিয়ন্ত্রিত। এ সময় সাংবাদিকদের কৃতিত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, আপনারা আমাকে সহযোগিতা করেছেন বলেই আমার এই সফলতা। যে কারণে প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়কে মূল্যায়ন করেছেন। সাংবাদিকরাও সহযোগিতা করেছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com