গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জে বনবিভাগের উচ্ছেদ অভিযান ছয় একর বনভূমি উদ্ধার 66 0
গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জে বনবিভাগের উচ্ছেদ অভিযান ছয় একর বনভূমি উদ্ধার
আলমগীর কবীর: ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ এলাকাধীন পূর্ব চন্দ্রায় বুধবার (২৩ অক্টোবর)২০২৪ইং সকাল থেকে যৌথবাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
বনবিভাগের দাবি,গত ৫ আগস্ট২০২৪ইং এরপর অবৈধভাবে বনের জমি দখলে নিয়ে প্রায় ৩ শতাধিক ঘরবাড়ি নির্মাণ করে দখলদাররা। ঘর নির্মাণের সময় তাদের বাধা দেয়া হলেও তা অমান্য করে এসব স্থাপনা নির্মাণ করা হয়।
তাদের বাড়িঘর ভেঙে চলে যাওয়ার জন্য এক সপ্তাহ আগে থেকে মাইকিং করা হয়। এ অবস্থায় যৌথবাহিনীর সমন্বয়ে সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ।
বন বিভাগ সূত্রে জানা যায়,ভূমিদস্যুরা বনের গাছ কেটে বন বিভাগের জমিতে কয়েকশ’ অবৈধ স্থাপনা গড়ে তোলে। স্থানীয় বন বিভাগের কর্মীরা একাধিকবার তাদের বাধা দিলেও অবৈধ স্থাপনা গড়ে তোলা থেকে বিরত থাকেনি।
বন বিভাগের লোকজন অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দিতে গেলে তাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে একাধিকবার। হামলার ঘটনায় কালিয়াকৈর বন বিভাগের কর্মীরা থানায় একাধিক মামলা দায়ের করেছেন।
বুধবার (২৩ অক্টোবর)২০২৪ইং দিনভর যৌথবাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা । তিনি জানান,বন বিভাগের সুপারিশে যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে বনের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এতে ছয় একর জমি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে বনের জমিতে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হবে। এ পর্যন্ত অবৈধভাবে থাকা শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করে ছয় একর জমি উদ্ধার করা হয়েছে।