Khoborerchokh logo

সাঘাটার উদয়ন স্বাবলম্বী সংস্হার ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 146 0

Khoborerchokh logo

সাঘাটার উদয়ন স্বাবলম্বী সংস্হার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আনোয়ার হোসেন রানা, সাঘাটা ( গাইবান্ধা ) থেকে :

গাইবান্ধার সাঘাটা উপজেলার উদয়ন স্বাবলম্বী সংস্হার আয়োজনে শনিবার উদয়ন সংস্হার চত্বরে উদয়ন স্বাবলম্বী সংস্হার ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মৃতি চারণ, গুনীজন সম্মাননা,আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান  অতিথি ছিলেন স্হানীয় সংসদ সদস্য মাহমুদ  হাসান রিপন" এমপি।

  উদয়ন মহিলা কলেজের সহ অধ্যাপক  একে এম সাদেকুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক শাহাদাত হোসেন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, উপজেলা  আওয়ামী লীগ সভাপতি  এ‍্যাড এস এম সামশীল আরেফিন টিুটু, সহ সভাপতি হায়দার আলী,বীর মুক্তিযোদ্ধা গৌতম কুমার মদক,মহিলা কলেজের অধ‍্যাক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু, সহকারী  অধ্যাপক আনোয়ার  হুসাইন, সার্বিক ব‍্যবস্হানায় সহকারী অধ্যাপক শহিদুল  ইসলাম সোহেল, আ' লীগ নেতা লুৎফর রহমান প্রমূখ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com