পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আমন ধানের চারা নষ্টের অভিযোগ 65 0
পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আমন ধানের চারা নষ্টের অভিযোগ
মোস্তফা মিয়া,পীরগঞ্জ (রংপুর) থেকে:
রংপুরের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আমন ধানের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার বড় আলমপুর ইউপির হোসেনপুর মৌজাস্থ মাঠে ঘটেছে। আমন ধানের চারা নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষক। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, চতরা ইউনিয়নের মায়াগাড়ী গ্রামের মৃত সমশের আলীর পুত্র সুজন মিয়া, ছোহরাব মিয়া ও জাহাঙ্গীর আলমসহ অজ্ঞাতনামা আরো ১৪/১৫ জন বড় আলমপুর ইউপির রওশন মিয়ার সাথে গত ৩ মাস পূর্বে ব্যবসায়ীক বিষয় ও জমি বন্ধকের টাকা লইয়া মনোমালিন্য সৃষ্টি হইলে উক্ত আসামীরা আমাকে প্রায় সময় অকথ্য ভাষায় গালিগালাজ মারপিটসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছিল। এরই জের ধরে গত শনিবার (১৭ই অগষ্ট) সকাল সাড়ে ১০টায় হোসেনপুর মৌজাস্থ আমার ৩০শতক জমিতে থাকা আমন ধানের চারাগাছ উপড়াইয়া নষ্ট করে ২০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে।