Khoborerchokh logo

গাজীপুরে পরকীয়া সন্দেহে স্ত্রী’কে শ্বাসরোধ করে হত্যার প্রধান আসামী অঞ্জু বর্মনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ 65 0

Khoborerchokh logo

গাজীপুরে পরকীয়া সন্দেহে স্ত্রী’কে শ্বাসরোধ করে হত্যার প্রধান আসামী অঞ্জু বর্মনকে গ্রেফতার করেছে র‌্যাব-১

গত ১০ মার্চ ২০২৩ তারিখ সকালে জিএমপি, গাজীপুর কোনাবাড়ি থানাধীন আমবাগ মন্দির সংলগ্ন বিজয় চন্দ্র বর্মনের ৩ তলা বাড়ির নিচতলায় ভিকটিমের পিতা ভাড়াটিয়া দ্বীনেশ চন্দ্র বর্মনের ফ্লাটে ভিকটিমের পিতা দ্বীনেশ চন্দ্র বর্মন বাসায় এসে রুমের দরজায় তালা বন্ধ দেখতে পায়। ভিকটিমের পিতা ভিকটিমকে নাম ধরে ডাকাডাকি করলে ভিতর থেকে ভিকটিমের মেয়ে জুই রানী বর্মন(৭) এর কান্নার শব্দ শুনতে পেয়ে হাতুড়ী ও রড দিয়ে রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিছানায় শোয়া এবং গলায় আঘাতের চিহ্নসহ ভিকটিমের লাশ দেখতে পায় এবং পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ রুমের ভিতর হতে ভিকটিম কল্পনা রানী বর্মন (৩২) এর মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে জিএমপি, কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নম্বর-০৭ তারিখ ১০/০৩/২০২৩ খ্রিঃ, ধারা-৩০২/৩৮০ পেনাল কোড ১৮৬০। এই নির্মম হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১ তাৎক্ষনিকভাবে হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে দ্রুততার সাথে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।



 অদ্য ১৪ মার্চ ২০২৩ তারিখ আনুমানিক ৬.১০ঘটিকায় র‌্যাব-১ এবং র‌্যাব-৯ এর আভিযানিক দল বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষন করে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন ইন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের প্রধান আসামী অঞ্জু বর্মন (২৪), পিতা-সন্তোষ বর্মন ওরফে মন্তোষ বর্মন, মাতা-প্রাণ সুন্দরী বর্মন, সাং-ইন্দ্রপুর, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ’কে গ্রেফতার করে।  ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।


ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গত ২৫/০২/২০২৩ তারিখ ভিকটিম কল্পনা রানী বর্মন এবং সে ভিকটিমের বাবার বাসা গাজীপুর কোনাবাড়ি থানাধীন আমবাগ মন্দির সংলগ্ন বিজয় চন্দ্র বর্মনের ৩ তলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া দ্বীনেশ চন্দ্র বর্মনের ফ্লাটের বেড়াতে আসে। সে গত ২৮/০২/২০২৩ তারিখ ভিকটিম কল্পনা রানী বর্মন’কে তার বাবার বাসায় রেখে তার গ্রামের বাড়িতে চলে যায়।


পুনরায় সে গত ০৭/০৩/২০২৩ তারিখ রাত আনুমানিক ১.০০ ঘটিকার সময় ভিকটিমের বাবার বাড়িতে বেড়াতে আসে এবং অবস্থান করে। ঘটনার দিন গত ১০/০৩/২০২৩ তারিখ সকালে ভিকটিমের বাবা, মা ও ভাই তাদের নিজ কর্ম প্রয়োজনে বাসার বাহিরে অব¯’ায় ভিকটিম কল্পনা রানী বর্মন এর অন্যত্র পরকীয়া প্রেম এর সন্দেহে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। ঝগড়া বিবাদের একপর্যায়ে একই তারিখ সকাল আনুমানিক ৯.০০ ঘটিকায় আসামী অঞ্জু বর্মন ভিকটিম কল্পনা রানী বর্মন’কে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com