Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে পিকআপে ১৬০ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ 128 0

Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে পিকআপে ১৬০ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১

  ১০ মে ২০২২ ইং তারিখ র‌্যাব-১,উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কুমিল্লা জেলা হইতে বিশেষ কৌশলে ১টি পিকআপযোগে গাঁজার বড় একটি চালান  গাজীপুরের দিকে আসছে।। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ১০ মে ২০২২ইং তারিখ আনুমানিক ১২.৪৫ ঘটিকায় জিএমপি,গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন চেরাগআলী সাকিনস্থ টঙ্গী পৌরসভার উল্টোপাশে রসময় সুইটস এন্ড কনফেকশনারী এর সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রুবেল মিয়া(২৩)পিতা-মৃত মনু মিয়া,মাতা-ফাতেমা বেগম,সাং-বড়শালঘর,থানা-দেবিদ্বার,জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করে।



এসময় ধৃত আসামীর নিকট হতে ১৬০ কেজি গাঁজা, মাদক পরিবহণে ব্যবহৃত ১ টি পিকআপ,১টি মোবাইল ফোন এবং নগদ ২০০০/- টাকা উদ্ধার করা হয়।  
আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। কুমিল্লা জেলা হতে বিশেষ কৌশলে পিকআপযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বর্ণিত গাঁজা সংগ্রহ করে গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com