Khoborerchokh logo

গাইবান্ধার ফুলছড়ি বিএনপি দ্বি-বার্ষিক সন্মেলন ও কাউন্সিল 101 0

Khoborerchokh logo

গাইবান্ধার ফুলছড়ি বিএনপি দ্বি-বার্ষিক সন্মেলন ও কাউন্সিল

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা থেকে:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির"গাইবান্ধার ফুলছড়ি উপজেলা শাখার দ্বি-বার্ষিক সন্মেলন ও কাউন্সিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার উদাখালি গলাকাটি উচ্চ বিদ‍্যালয় মাঠে অনুষ্টিত হয়। ফুলছড়ি উপজেলা বিএনপি সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়ের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নানু র সভাপতিত্বে  জেলা বিএন পির সভাপতি  অধ্যাপক মইনুল ইসলাম সাদিক অনুষ্ঠান উদ্ধোধন করেন।


এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ‍্যক্ষ আসাদুল হাবিব দুলু,প্রধান বক্তা রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালক, বিশেষ  অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল,সহ সভাপতি ফারুক আলম সরকার, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি  ইলিয়াস হোসেন, জেলা বিএনপির সদ‍স‍্য মইনুল ইসলাম শামীম,উপদেষ্টা নাজেমুল ইসলাম নয়ন,জেলা বিএনপি সদস্য কামরুজ্জামান সোহাগ সহ অন‍্যান‍্য নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।।
ওই দিন বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ব‍্যলোটের মাধ্যমে প্রতক্ষ‍্য ভোটে সভাপতি পদে হাবিবুর রহমান হবি (মোটরসাইকেল) মার্কা,সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম সরকার (খেজুর গাছ) মার্কা ভোটে নির্বাচিত হয়েছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com