Khoborerchokh logo

পীরগঞ্জ বি এন পির উদ্যোগে খালেদ জিয়ার মুক্তির দাবী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন 50 0

Khoborerchokh logo

পীরগঞ্জ বি এন পির উদ্যোগে খালেদ জিয়ার মুক্তির দাবী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন

 মোস্তফা মিয়া : পীরগঞ্জ রংপুর থেকে:
 রংপুরের পীরগঞ্জ উপজেলা বি এন পি উদ্যোগে খালেদ জিয়ার মুক্তি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন রংপুর জেলা বি এন পির সভাপতি ও পীরগঞ্জ উপজেলার এম পি প্রত্যাশী সাইফুল ইসলাম। সাধারন সম্পাদক মাহামুদ উন নবী পলাশ' চৌধুরি রংপুর জেলা বি এন পির নেতা মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএন পির সিনিয়র সহপতি মোস্তাফিজুর রহমান সেলিম ও বি এনপির নেতা,ইয়াতিমুল হাসান লিটন মাস্টার যুগ্ন সম্পাদক শাহিনুজ্জামান শাহীন,সাংগাঠনিক সম্পাদক পীরগঞ্জ পৌর কাউন্সিলর সাইফুল আজাদ। বক্তব্য বলেন আমরা এই দল করতে গিয়ে অনেক মামলা হামলায় জর্জরিত হয়েছি।তারপরও  আমরা মাঠ ছেড়ে বসে নেই। প্রধান অথিতি সাইফুল ইসলাম বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ‌্যতা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে দিকে হাসিনা ওয়াজেদের কোন লক্ষ্য নেই,ওরা ম্যাডামের চিকিৎসা নিয়ে কেন টাল বাহনা করছে তা দেশ বাসী জানতে চায়। তিনি আরো বলেন,আমরা পীরগঞ্জ বাসী দেখিয়ে দিতে চাই যখন আন্দোলন সংগ্রামের ডাক আসবে,আমরা ঘরে না থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবো পীরগঞ্জ থেকেই এবং দেশ অচল করে দেওয়া হবে এমন মন্তব্য করেন। সভার সমাপনী বক্তব্য মাহমুদ উন নবী পলাশ বলেন,দাবী মোদের একটাই বেগম খালেদা জিয়ার মুক্তি ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com