Khoborerchokh logo

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অঞ্জাতব‍্যক্তির লাশ উদ্ধার 119 0

Khoborerchokh logo

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অঞ্জাতব‍্যক্তির লাশ উদ্ধার


 আনোয়ার হোসেন রানা,সাঘাটা,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট বাজারের পাশে একটি বিল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ (৪০) উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের পাশে আড়ালী বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে এক–দুদিন আগে হত্যা করে লাশ লুকিয়ে রাখতে ওখানে ফেলা রাখা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে ওই এলাকা দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছিলেন। এমন সময় কচুরিপানার সঙ্গে পানিতে একটি লাশ ভেসে থাকতে দেখতে পান। এমন খবরে এলাকাবাসী জড়ো হতো থাকেন। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন চিনতে পারছেন না। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ধারণা করা হচ্ছে তাঁকে এক–দুদিন আগে হত্যা করে লাশ গোপন করতে ওখানে রাখা হয়েছিল। লাশের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com