Khoborerchokh logo

গাইবান্ধায় সার্ভেয়ারদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে তিনদিনব্যাপি অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট 53 0

Khoborerchokh logo

গাইবান্ধায় সার্ভেয়ারদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে তিনদিনব্যাপি অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট



তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে তিনদিনব্যাপি অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু হয়েছে। বৈষম্যবিরোধী সার্ভে ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের আয়োজন করে।  
কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা আহবায়ক মো. শরীফুল ইসলাম, সদস্য সচিব মো. মিরাজ হোসেন, সার্ভেয়ার মো. কামরুজ্জামান, মো. জহুরুল ইসলাম, ফয়সাল আহমেদ, মো. রিমন মিয়া মো. আনোয়ার কবীর, মিশুক চাকমা, মো. আমানাতুল মাওলা, সানি আসলাম, মো. আরিফুর রহমান, আলী হোসেন, মাহমুদ হাসান, নাইম মিয়া, আল আমিন, মো. ইমরান হোসেন প্রমুখ। 

বক্তারা বলেন, সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবি জানান। বক্তারা আরও বলেন, এই দাবি মেনে নেওয়া না হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ অক্টোবর কঠোর কর্মসূচি পালন করা হবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com