বাংলাদেশ ক্রিকেট বোর্ড বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে 43 0
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে
:দেশের নিম্নাঞ্চলের বহু গ্রাম, ঘরবাড়ি তলিয়ে গেছে পানির নিচে। এমন ভয়াবহ পরিস্থিতিতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন সর্বস্তরের মানুষ। আর্থিক সাহায্য, খাবার, ত্রাণসহ যার যা কিছু আছে তা নিয়েই বন্যার্তদের সাহায্য করছে দেশের মানুষ। বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। দেশের এমন খারাপ সময়ে বন্যা কবলিত অঞ্চলের মানুষের প্রতি নিজেদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে বিসিবি। এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি জানিয়েছে, দেশের এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি গভীরভাবে চিন্তিত তারা। খারাপ সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতাও জানিয়েছে বিসিবি।
এমন কঠিন সময়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট দল। বন্যা কবলিত অঞ্চলের মানুষের সাহায্যের ক্ষেত্রে নিজেদের দায়িত্বের ব্যাপারেও সজাগ আছে বিসিবি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় একটি সাপোর্ট প্রোগ্রাম চালু করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড।
প্রাথমিক সাহায্য, ত্রাণ, অভাবীদের সাহায্যে সেই প্রোগ্রাম চালানো হবে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জরুরি সেবায় সরকারের সাথে মিলে কাজ করবে বিসিবির প্রোগ্রাম। কিছুদিন আগেই বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।