Khoborerchokh logo

এমপি মন্ত্রীদের বিদেশে পালানো ঠেকাতে শ্রীলঙ্কার বিমানবন্দরে বিক্ষোবকারীদের অবরোধ 176 0

Khoborerchokh logo

এমপি মন্ত্রীদের বিদেশে পালানো ঠেকাতে শ্রীলঙ্কার বিমানবন্দরে বিক্ষোবকারীদের অবরোধ

আর্ন্তজাতিক ডেস্ক:
মঙ্গলবার(১০ মে)২০২২ইং
চলমান কারফিউ জারি বলবত থাকার মধ্যেও দেশটির কাতুনায়েকে অবস্থিত বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে অবরোধ করেন বিক্ষোবকারীদের।চলমান কারফিউ  অর্থনৈতিকভাবে চরম বিপর্যস্তমুখে পরা শ্রীলঙ্কার মন্ত্রী-এমপিরা যাতে দেশ ছেড়ে চলে যেতে না পারেন সে জন্য দেশটির প্রধান বিমানবন্দর অবরোধ করেছে বিক্ষোভকারীরা।
লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের খবরে বলা হয়,যুবকেরা কাতুনায়েক মুক্ত বাণিজ্য কেন্দ্রে অবস্থান নেন। তাঁরা বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশদ্বারে গাড়ি রেখে অবস্থান নিয়েছেন। যাতে চলমান বিক্ষোভের মধ্যে দেশটির এমপিরা দেশত্যাগ না করতে পারেন।
গতকাল সোমবার চরম আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন। এরপর দেশটিতে শুরু হওয়া বিক্ষোভে এক এমপির মৃত্যু হয়েছে,অপর এক এমপি আহত হয়ে চিকিৎসাধীন আছেন। এদিন শ্রীলঙ্কায় অন্তত অর্ধশতাধিক রাজনীতিবিদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই গোটাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তাঁর সরকারি বাসভবনের চারপাশের এলাকাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে,সোমবার জারি করা কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী কারফিউ মঙ্গলবার সকাল ৭টায় তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু পরে তা আগামীকাল বুধবার সকাল ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com