Khoborerchokh logo

যায়যায়দিন ফ্রেন্ড ফোরামের ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন 177 0

Khoborerchokh logo

যায়যায়দিন ফ্রেন্ড ফোরামের ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

আনোয়ার হোসেন রানা:

সাঘাটা উপজেলা শাখা, সাঘাটা, গাইবান্ধাব ন্ধুত্ব করি,দেশ গড়ি,এই প্রতিপাদ্য কে সামনে রেখে বহুল আলোচিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক,পাঠক,বিঞ্জাপন দাতা,অনলাইন বন্ধুরা,হকার্স,ফ্রেন্ড ফোরামের  শুভানুধ‍্যায়ীদের নিয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলা শাখার দৈনিক যায়যায়দিন ফ্রেন্ড ফোরামের একটি  আহবায়ক কমিটি করার সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে গত ২৭ মে২০২৪ইং একটি সাধারণ সভার মধ্য দিয়ে আগামী ১ বছরের জন্য  উপদেষ্টা মন্ডলী  সহ ২৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি করা হয়েছে।


উপদেষ্টা ও সাঘাটা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার  হোসেন রানা সভাপতিত্বে আজ  ২৯ মে বুধবার  সন্ধ্যায় সাঘাটা  উন্নয়ন  সংস্হার প্রধান  কার্যালয়ে  আহবায়ক কমিটি গঠন  করা  হয়।  ৬ জন উপদেষ্টা ১  জন  আহবায়ক ৩ জন যুগ্ম আহবায়ক ১ জন  সদস্য সচিব ও ১ জন যুগ্ম সদস্য  সচিব  করে ২৯  সদস্য বিশিষ্ট আহবায়ক  কমিটি করা হয়েছে । 


উপস্থিত বক্তব্যে বক্তরা বলেন যায়যায়দিন পত্রিকা সব সময় বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। সেই সাথে ফ্রেন্ড ফোরামের বন্ধুরা বিভিন্ন সামাজিক কর্মকান্ড যেমন মাদ্রাসায় গুলোতে কোরআন শরীর বিতরণ,এতিম খানা গুলোতে কম্বল বিতরণ,বৃক্ষরোপন সহ নানা কর্মকান্ডের  কথা তুলে ধরেন। আলোচনা শেষে  সভাপতি  সাহেব সকল কে ধন্যবাদ জানিয়ে আহবায়ক কমিটির নাম প্রকাশ করেন। তিনি  বলেন যায়যায়দিন ফ্রেন্ড ফোরামের সকল সদস্য কে যত্ন সহকারে দায়িত্ব শীল হয়ে কাজ করার আহবান জানান। কন্ঠ ভোটে মেহেদী  হাসান  আহবায়ক, সোহেল রানা ও শ্রী জয় বিলাশ  যুগ্ম আহবায়ক, সুলতান মাহমুদ সদস্য সচিব ৬ জন উপদেষ্টা আরও ১৭ জন কে সদস্য করে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা  হয়। এতে  কাহারো কোন আপত্তি না থাকায় সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়েছে। সভাপতি  সাহেব  কমিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com