তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
মঙ্গলবার ৩০মে ২০২৩ইং সকালে গাইবান্ধা জেলা শহরের প্রানকেন্দ্রে শহীদ আনোয়ার হোসেন রোডস্থ আর রহমান কমিউনিটি সেন্টারে আনন্দঘন পরিবেশে এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানীর এরিয়া পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানী লিমিটেড এর মাননীয় পরিচালক (বিক্রয় ও বিপনণ ) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুম। তিনি বলেন,আগামীতে কোম্পানীর সার্বজনীন উন্নয়ন সব ধরণের পরিকল্পনা আমরা হাতে নিয়েছে । আপনাদের সহযোগীতায় সেবার মান,পণ্যের গুনগতমান এবং গ্রাহক সন্তুষ্টির সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে । যে পরিবেশকের সেলস যত বেশি হবে,কোম্পানীর পক্ষ থেকে সেই পরিবেশকের প্রতি তত বেশি ইনসেনটিভ দেওয়া হবে ।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মোঃ পারভেজ সাজ্জাদ ডি,এস,এম,বগুড়া,মোঃ জহুরুল ইসলাম সহকারী শাখা ব্যবস্থাপক,গাইবান্ধা,এছাড়াও ক্রেতা পরিবেশক ও শুভানুধায়ীগণ উপস্থিত ছিলেন ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রানু মিয়া,প্রোপাইটার রানু রেকর্ডিং নিউমার্কেট-গাইবান্ধা । উল্লেখ্য,অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত,স্বাগত বক্তব্য,কোম্পানীর উত্তর উত্তর সমৃদ্ধি কামনায় নানামূখী পরিকল্পনা। মধ্যাহ্নভোজ,পুরস্কার বিতরণীসহ নানামূখী আয়োজন । পরিশেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় ।