শেখ রাজীব হাসান :
গাজীপুরের টঙ্গীতে ০৫ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। ৭ই আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১ টায় টঙ্গী পশ্চিম থানার উপ-পুলিশ পরিদর্শক ইয়াসিন আরাফাত এর নেতৃত্বে মরকুন পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোসাঃ শান্তা আক্তার (২৬), ২। মোসাঃ কোহিনুর বেগম (৫০) ও
৩। মোসাঃ চাঁদনী আক্তার (২৮) কে গ্রেফতার করা হয়। এঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। এছাড়াও আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রহিয়াছে।
০১নং আসামীর বিরুদ্ধে ১। টঙ্গী পূর্ব থানার মামলা নং-১৫, তারিখ-০৭/০২/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক)/৪১। ০২নং আসামীর বিরুদ্ধে ১। টঙ্গী পূর্ব থানার মামলা নং-৬০, তারিখ-২৩/১২/২০১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক)/১৪(ক), ২। ১। টঙ্গী পূর্ব থানার মামলা নং-৩১, তারিখ-১৬/১২/২০২০, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯(ক)।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, আসামীগণ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গী সহ বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে। টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে।