Khoborerchokh logo

ফুলছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু অসুস্থ‍্য এক শিশু 222 0

Khoborerchokh logo

ফুলছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু অসুস্থ‍্য এক শিশু

আনোয়ার হোসেন রানা গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার ফুলছড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ‍্য অন্য শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামের রিপন আহম্মেদ ঝন্টুর ছেলে মিরাজ (৪) ও মেয়ে রুকাইয়া (৩) সবার অজান্তে পুকুরের পাড়ে খেলতে গিয়ে দুই জনই পানিতে পড়ে যায়। ঘন্টা খানেক পরে  বাড়ির আশপাশের লোকজন দ্রুত পুকুরে নেমে তাদেরকে উদ্ধার করলেও মিরাজ কে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। এসময় তার সঙ্গে থাকা অপর শিশু রুকাইয়া কে  মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল পারভেজ  বিষয়টি নিশ্চিত করেন।





সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com