মঙ্গলবার মধ্যরাতে (১৫ ফেব্রুয়ারী) জেলার কালিয়াকৈর থানার সূত্রাপুর এলাকা থেকে ৭০ কেজি গাজা সহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গাজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- ময়মনসিংহ জেলার মৃত মোফাজ্জলের ছেলে মুন্না(২৮) ও নেত্রকোনা জেলার মৃত মাহতাব উদ্দিনের ছেলে মোঃ খোরশেদ আলম(২৮)।
র্যাবের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিওিতে র্যাবের একটি আভিযানিক দল নেত্রকোনা থেকে ব্রয়লার পিকআপযোগে বিপুল পরিমাণ মাদক ঢাকায় প্রবেশ করছে, এমন তথ্য পেয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সূত্রাপুরে অবস্থিত শিলা বৃষ্টি ফিলিং স্টেশনের সামনে থেকে গাজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও ৭০ কেজি গাজা সহ ২ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়াও, তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০'শো টাকা উদ্ধার করে র্যাব। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা একে অপের যোগসাজশে নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক গাজা সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা মূল্যে গাজা ক্রয়-বিক্রয় করে আসছিল।