Khoborerchokh logo

সাঘাটায় ১০২ পিচ ইয়াবা সহ ১ জন মাদক ব‍্যবসায়ী গ্রেফতার 203 0

Khoborerchokh logo

সাঘাটায় ১০২ পিচ ইয়াবা সহ ১ জন মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

আনোয়ার হোসেন রানা গাইবান্ধা থেকেঃ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা জেলার সাঘাটা থানা পুলিশের অভিনব  কায়দায় মাদক পাচারকালে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ  মিজানুর  রহমান  মিজান নামের ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
 গাইবান্ধা পুলিশ  সুপার কামাল হোসেনের নির্দেশনায় অফিসার ইনচার্জ, সাঘাটা থানার একটি চৌকস টিম অদ্য ২৬-১০-২০২৩ তারিখ রাত্রি ১২.২০ ঘটিকার সময় সাঘাটা  থানার ভরতখালী ইউনিয়নের সাকোয়া গ্রামস্থ জনৈক মোঃ মিজানুর রহমান ওরফে মিজান এর বাড়ির সামনে কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে আসামী ০১। মো: মিজানুর রহমান ওরফে মিজান(৪০)  পিতা: রফিকুল  ইসলাম  গ্রাম: সাকোয়া  থানা: সাঘাটা জেলা :গাইবান্ধাকে আটক করে। আটক আসামির দেহ তল্লাশি করে তার নিজের হেফাজতে থাকা ১০২ পিচ ইয়াবা  ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। আসামি মিজানুর রহমান একজন কুখ্যাত  ইয়াবা ব্যবসায়ী। সে ইতিপূর্বও ইয়াবা সহ সাঘাটা  থানা পুলিশের হাতে আটক হয়।
পুলিশ সুপার, মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ গাইবান্ধা মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে বলে সাঘাটা থানার অফিসার  ইনচার্জ রাকিব  হোসেন যায়যায়দিন কে জানান।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com