গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার ও বিশ্ব পর্যটন দিবস পালিত 129 0
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার ও বিশ্ব পর্যটন দিবস পালিত
২৭ সেপ্টেম্বর ২০২৩ইং গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার ও বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনটের গুরুত্ব- এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পর্যটন দিবসের বর্ণাঢ্য র্যালি ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের বিশেষ আলাচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়াহিদ হোসেন। বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জিসানুল হক, জেলা তথ্য অফিসার মোঃ ওবায়দুল কবির মোল্লা, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুকুল কুমার মল্লিক, টিআইবি ও সচেতন নাগরিক কমিটির সদস্য ফয়জুন্নেসা লাভলি প্রমুখ।
এ সময় জেলা প্রশাসকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন টুরিস্ট ক্লাবের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।