সাঘাটায় ভূমিহীন পরিবারকে গৃহ হস্তান্তর বিষয়ে প্রেস বিফ্রিং ও বাজার মনিটরিং শীর্ষক আলোচনা 66 0
সাঘাটায় ভূমিহীন পরিবারকে গৃহ হস্তান্তর বিষয়ে প্রেস বিফ্রিং ও বাজার মনিটরিং শীর্ষক আলোচনা
আনোয়ার হোসেন রানা,সাঘাটা,গাইবান্ধা:
গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রসাশনের আয়োজনে ২১ মার্চ উপজেলা পরিষদ হলরুমে প্রধান মন্ত্রী কতূক ভূমিহীন পরিবার কে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে সাংবাদিকদের প্রেস বিফ্রিং করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক সুফিয়ান।
পরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সহনীয় ও খাদ্যে ভেজাল প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনর্চাজ রাকিব হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু,মৎষ্য অফিসার এমদাদুল হক,মাধ্যমিক অফিসার আজিজার রহমান,সমবায় অফিসার আব্দুল কাফি,মহিলা বিষয়ক অফিসার পবন কুমার সরকার,স্যানেটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক খায়রুল ইসলাম,কচুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার, ভরতখারী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।