ভালুকায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন দুস্থ ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ 250 0
ভালুকায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন দুস্থ ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
বাহার,ভালুকা থেকে:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির উদ্যেগে ভালুকা বাজারে তার ব্যক্তিগত কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান উনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দোয়া ও মিলাদ এবং চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ভালুকা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ ওয়াদুদ মিয়া, ভালুকা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কে.বি. এম আসাদুজ্জামান ছানা, উপজেলা তাঁতী লীগের সভাপতি এস এম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক, এইচ এম ফরহাদ, বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজের প্রভাষক আ.ফ.ম আফজাল হাসান, ইব্রাহিম লোদী, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল, উপজেলা শ্রমিকলীগের আইন বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান রন্টি, ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সৃজন সরকার, সাধারন সম্পাদক আদি আহমেদ সাকিল, মুক্তিযুদ্ধ মঞ্চ ভালুকা উপজেলা শাখার সভাপতি হাসান আলী জনি, সাধারন সম্পাদক হাসান আহমেদ শাকিল, ভালুকা উপজেলা তাঁতী লীগের প্রচার সম্পাদক শ্রী বাবুল প্রমুখ।