Khoborerchokh logo

গাইবান্ধায় পিস্তুল-গুলিসহ যুবক গ্রেফতার 52 0

Khoborerchokh logo

গাইবান্ধায় পিস্তুল-গুলিসহ যুবক গ্রেফতার

তানিন আফরিন,গাইবান্ধা থেকে: 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পিস্তুল ও গুলিসহ জুয়েল রানা (২০) নামে এক যুবককে গ্রেফতার করে যৌথ বাহিনী। এসময় তার দেয়া তথ্য অনুযায়ী পলাশবাড়ির উদয়সাগর এলাকা থেকে রোববার ভোরে চাইনিজ কুড়াল, পিস্তুল, ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও বিদেশী মদ উদ্ধার করে তা জব্দ করা হয়। গ্রেফতার জুয়েল রানা দিনাজপুরের ঘোড়াঘাট থানাধীন মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। এর আগে ঘোড়াঘাট এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেফতার করা হয়েছে। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েল রানাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে পলাশবাড়ীর উদয়সাগর এলাকার একটি বাড়ি থেকে একটি পিস্তুল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল, ৮ রাউন্ড গুলি ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়। ওসি আরও বলেন, ওইসব উপকরণসহ আসামী জুয়েল রানাকে এ থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আদালতের আইনগত প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com