সুন্দরগঞ্জ উপজেলার ৫নং দহবন্দ ইউনিয়ন সাবেক বর্তমান আদ্যপান্ত 133 0
সুন্দরগঞ্জ উপজেলার ৫নং দহবন্দ ইউনিয়ন সাবেক বর্তমান আদ্যপান্ত
তানিন আফরিন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ৫নং দহবন্দ ইউনিয়ন পরিষদের সংগ্রামী জননেতা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক চেয়ারম্যান। সাধারণ সম্পাদক সুন্দরগঞ্জ উপজেলা যুবলীগ।মোঃ রেজাউল আলম সরকার রেজা। ৫নং দহবন্ধ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানদের ছবি সংগ্রহ করে পরিষদকে সাজিয়েছেন।
সাবেক চেয়ারম্যান(১)মরহুম আকবর আলী(২) মরহুম নজরুল ইসলাম (৩)মোহাম্মদ মোশারফ হোসেন শাখা(৪) মনমোহন সরকার(৫)আলহাজ্ব মোঃ আফসার আলী প্রমাণিক(৬) মরহুম আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল(৭) মরহুম মাহবুবার রহমান মুক্তা(৮)মোঃ দুলা মিয়া(৯) মরহুম শাহজাহান মন্ডল(১০)মোহাম্মদ গোলাম কবির মুকুল(১১) মরহুম আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল সহ ১১ জন বর্তমান সংগ্রহে। আরো সাবেক চেয়ারম্যানদের ছবি সংগ্রহের চেষ্টায় রয়েছে। তিনি বলেন ৫নং দহবন্দ ইউনিয়ন পরিষদে যে কেউ এসেই দেখতে পারবেন সাবেক চেয়ারম্যানদের ছবি গত পূর্বে যারা চেয়ারম্যান ছিলেন তাদের তথ্য সহ ছবি সংগ্রহ রয়েছে । যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম জানবে। এনারা চেয়ারম্যান ছিলেন। এতে করে সাবেক চেয়ারম্যানদের সম্মান বৃদ্ধি পাবে মনে পড়ে যাবে চেয়ারম্যানদের উন্নতির কথা।
আবার তিনি সরকারের দুর্বার উন্নয়নে কথা তুলে ধরে । মাননীয় রাষ্ট্র নায়ক দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সালাম জানিয়ে বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক দিয়ে মনোনয়ন করে। ইউনিয়নের জনগণের ভালোবাসা ও ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে । আমাদের রাষ্ট্রনায়ক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার দেশের যত উন্নয়নমূলক কার্যক্রম আছে সবগুলো চলমান।এই ইউনিয়ন পরিষদের কাজগুলো চলমান।এবং বাংলাদেশে অবিশ্বাস্য উন্নয়নের রূপরেখা সম্বন্ধে সাধারণ জনগণের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার দেশের মানুষকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আগামী দ্বাদশ পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগকে জনগণে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় বসাবে ইনশাআল্লাহ।
তিনি পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকে পরিষদকে ইতিপূর্বে যারা চেয়ারম্যান ছিলেন তাদের সম্মান বৃদ্ধির লক্ষ্যে নাম সহ পরিচয় রেখেছেন।