মোস্তফা মিয়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো*প্রতিপাদ্য ধারণ করে আজ দশই মার্চ রবিবার উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে ও পীরগঞ্জ এপি (ওয়ার্ল্ড ভিশন) সহযোগিতায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দপ্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসানের সভাপতিত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা অগ্নিকাণ্ড ঘটলে দ্রুত ব্যবস্থা গ্রহণ, গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নেভানোর কৌশল, ভূমিকম্প ঘটলে করণীয় কৌশল, অনাকাঙ্ক্ষিতভাবে বাড়ি-ঘরে আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেয়া, সহ নানা দুর্যোগ প্রস্তুতি সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল আমিন রাজা, সরকারি শাহ আব্দুর রউফ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজনুর ইমাম মোহাম্মদ সাইফুল নেওয়াজ শাকিল,আইসিটি বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম রুবেল, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজা বেগম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দুর্যোগ কালীন সময়ে বিভিন্ন কৌশল দেখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও হাজারো উৎসুক জনতা উপস্থিত ছিলেন