Khoborerchokh logo

চট্টগ্রামের সার কারখানা গ্যাস সংকটের কারনে উৎপাদন বন্ধ হলো 159 0

Khoborerchokh logo

চট্টগ্রামের সার কারখানা গ্যাস সংকটের কারনে উৎপাদন বন্ধ হলো

চট্রগ্রামের ঐতিহ‌্যবাহী সার কারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এর উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন কারখানাটি বন্ধ থাকায় দৈনিক প্রায় দুই কোটি টাকার লোকসান গুণতে হবে।
গতমঙ্গলবার (১৯ জুলাই)২২ইং রাত ৮টা থেকে বিসিআইসি’র নিয়ন্ত্রণাধীন এই কারখানায় সার উৎপাদন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 
এর আগে  যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত রোববার রাতে কারখানা চালু করা হলেও মাত্র ২দিন চালু থাকার পর গ্যাসের অভাবে আবারও বন্ধ হয়ে যায় কারখানাটি। 
সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানান,চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ না থাকায় কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। এই কারখানায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদন বন্ধ থাকার কারণে কারখানাটিকে দৈনিক প্রায় দুই কোটি টাকা লোকসান গুণতে হবে। স্বাভাবিক গ্যাস  সরবরাহ পাওয়া গেলে কারখানার উৎপাদন আবারও শুরু হবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com