পীরগঞ্জে দশ জুয়াড়ি গ্রেফতার 'থানায় মামলা 128 0
পীরগঞ্জে দশ জুয়াড়ি গ্রেফতার 'থানায় মামলা
মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুর থেকে:
রংপুরেরপীরগঞ্জ ৫ নং মদনখালী দশ জুয়াড়ি ও জুয়া খেলার সরন্মজামাদী আটক করেছে পুলিশ ।এ বিষয়ে মামলা হয়েছে মামলা নম্বর ৩৫\৩৬০।মামলা সুত্রে জানা গেছে অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এস আই আবু বক্কর সিদ্দিক এবং সংঙ্গীয় ফোর্স সহ উপজেলার মদনখালি ইউনিয়নের জুনিদেরপাড়া গ্রামের ফারুক হোসেনের বাড়ির পিছনে ফাঁকা জায়গায় জুয়া খেলা অবস্থায় দশ জনকে আটক করে । গ্রেফতারকৃতরা হলেন মৃত্যু তছলিম উদ্দিনের পুত্র আব্দুল মালেক হবিবর রহমানের পুত্র রাজু মিয়া 'সাহেব আলীর পুত্র মহিদুল ইসলাম 'মৃত্যু তৈয়ব আলীর পুত্র আলম মিয়া 'মৃত্যু ইয়াদ আলীর পুত্র বকুল মিয়া 'রহিম বাদশার পুত্র গোলাম রব্বানী,নুর ইসলামের পুত্র আল মাসুম' মৃত্যু শহিদুল ইসলামেরপুত্র বিদ্যুত মিয়া 'আনছার আলীর পুত্র মফিদুল ইসলাম ' সাইদুল ইসলামের পুত্র রাজু মিয়া সর্বসাং উল্লাগাড়ী ।আটককৃত আসামীদের নিকট থেকে নগদ ৬৬৩০ টাকা সাতটি মোবাইল ফোন ও জুয়া খেলার সরন্মজাদী জব্দ করা হয় । উল্লেখ্য গত ২১ আগস্ট এস ইদ্রিস আলীর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স সহ বিকাল পাঁচ ঘটিকার সময় মিঠিপুর ইউনিয়নের একবার পুর গ্রামের সেলিমের চাতাল থেকে বিভিন্ন যায়গা থেকে জুয়া খেলতে আশা লোকজনের চারটি মটরসাইকেল জব্দ করে থানায়।