জিএমপি'র নবাগত পুলিশ কমিশনার মো: মাহবুব আলমের সাথে সাংবাদিকদের মতবিনিময় 229 0
জিএমপি'র নবাগত পুলিশ কমিশনার মো: মাহবুব আলমের সাথে সাংবাদিকদের মতবিনিময়
আলমগীর কবীর:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম(বার)। এ উপলক্ষে নবাগত পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম মঙ্গলবার দুপুরে জিএমপি কার্যালয়ের কনফারেন্স রুমে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবযোগদানকৃত পুলিশ কমিশনার জানান,মাদক,চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসসহ সকল প্রকার অপরাধমূলক কার্যক্রম রোধে তিনি কঠোর ভূমিকা পালন করবেন। তিনি আরো বলেন- গাজীপুর মহানগরকে যানজট মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাবেন তিনি। এছাড়াও সুবিধাবাদী ও চাঁদাবাজি কর্মকান্ডের সাথে লিপ্ত রয়েছে, এমন কোন ব্যক্তিদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ দেলোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসনও অর্থ) মোঃ জিয়াউল হক,উপ-পুলিশ কমিশনার(ডিবি)মোঃ ইব্রাহিম,ডিসি ট্রাফিক মোঃ আলমগীর হোসেনসহ জিএমপি'র অন্যান্য কর্মকর্তাগণ। এসময় গাজীপুরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।