৫ফেব্রুয়ারি ২০২৩ তারিখ দুপুরে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গোসাত্রা সাকিনস্থ’পশ্চিম চকের জনৈক আফজাল দেওয়ান এর মালিকানাধীন সবজি ক্ষেতের পূর্ব দক্ষিণ কোনায় মাটির ভিটির পাশে অজ্ঞাত ব্যাক্তির গলার কন্ঠ নালি কাটাসহ জবাই এবং পুরুষাঙ্গ ও অন্ডকোষ কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেক্টট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়। পরবর্তীতে এই হত্যাকান্ডের রহস্য এবং প্রকৃত ঘটনা উম্মোচনের জন্য র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং এটি একটি পরিকল্পিত নৃশংস হত্যাকান্ড হতে পারে ধারণা করে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়।
ঘটনার তদন্ত অনুসন্ধানে,প্রথমে নাম পরিচয় না পাওয়া গেলেও পরবর্তীতে জানা যায়,ভিকটিমের নাম আজাদ(১৬), পিতা-মোঃ হালিম মিয়া, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা, এ/পি থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর। সে পেশায় একজন অটো চালক। সে প্রতিদিনের ন্যায় গত ৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিকাল অনুমান ৩ ঘটিকায়একটি ব্যাটারি চালিত তিন চাকা বিশিষ্ট মিশুক অটোরিক্সা নিয়ে বাহির হওয়ার পর হতে নিখোঁজ হয়। পরবর্তীতে গত ০৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ কালিয়াকৈর থানাধীন গোসাত্রা সাকিনস্থ’ পশ্চিম চকের জনৈক আফজাল দেওয়ান এর মালিকানাধীন সবজি ক্ষেতের পূর্ব দক্ষিণ কোনায় মাটির ভিটির পাশে ভিকটিম আজাদ(১৬) এর গলার কন্ঠ নালিসহ জবাই করা এবং পুরুষাঙ্গ ও অন্ডকোষ কাটা দেহ হতে বিছিন্ন লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে ভিকটিমের ভাই লাশটিকে তার ভাই আজাদ(১৬)এর লাশ হিসেবে সনাক্ত করেন। লাশ উদ্ধারের সময় পুলিশ ভিকটিমের লাশের মাথার নিচে একটি স্টীলের রক্তমাখা ধারালো চাকু উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল৬ ঘটিকায় র্যাব-১, গাজীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষন ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হরিণহাটি এলাকায় অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা হত্যাকারীমোঃ নাহিদ হোসেন(২২), পিতা-আতাউরমন্ডল,থানা-নাগরপুর,জেলা-টাঙ্গাইল,বর্তমানঠিকানা-থানা-কালিয়াকৈর,জেলা-গাজীপুর’কেগ্রেফতার করে। এ সময় ধৃত অভিযুুক্তকাছ থেকে মৃত ভিকটিম আজাদ(১৬)এর ব্যবহৃত ১ টি মোবাইল ফোন, তার দেওয়া তথ্যমতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হরিণহাটি(এপেক্সরোড)এলাকা হতে ফেদু মাতাব্বর কলোনী এন্ড টাওয়ার এর নীচ তলার গ্যারেজে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত অটোরিক্সা এবং নগদ ৩,৫৮০/-টাকাউদ্ধার করা হয়।পরবর্তীতের্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত অভিযুুক্ত ভিকটিম আজাদ(১৬)’কে হত্যার কথা স্বীকার করে এবং এই চাঞ্চল্যকর হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়।
ধৃত অভিযুুক্ত মোঃ নাহিদ হোসেন(২২) এর স্বীকারোক্তি মোতাবেক, এখন থেকে আনুমানিক২ বছর পূর্বে অভিযুুক্ত নাহিদ গাজীপুরের কালিয়াকৈর হরিণহাটি এলাকায় আসে এবং ভ্যান গাড়িতে করে কাঁচা তরকারির ব্যবসা শুরু করে।
উল্লেখ্য যে, একই এলাকায় ভিকটিম আজাদ(১৬)ওঅটোরিক্সা চালাতো এবং ভিকটিম আজাদ(১৬)এর সাথেঅভিযুুক্ত মোঃ নাহিদ হোসেন(২২)এর কাঁচা তরকারী আনা/নেওয়ার মাধ্যমে তাদের মধ্যেপরিচয় হয় এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে কাঁচা তরকারির ব্যবসা বাদ দিয়ে আসামী নাহিদও একটি অটো রিক্সা ক্রয় করে। এরপরঅভিযুুক্ত মোঃ নাহিদ হোসেন(২২)গত ৩ জানুয়ারি ২০২৩ তারিখে অটোরিক্সার ব্যাটারী ক্রয়ের জন্য তার বাড়ির পাশের জেলামানিকগঞ্জ জেলার আমতলীর আলোর প্রত্যাশা সমবায় সমিতি থেকে নিজ নামে মাসিক ৫০০০/-টাকা হারে ১২টি কিস্তিতে ৫০,০০০/-টাকা লোন নেয়। পরবর্তীতে গাজীপুরের ফিরে এসে উক্ত টাকা দিয়ে ব্যাটারী কেনার জন্য ব্যাটারীর দোকানে যাওয়ারপথে ভিকটিম আজাদ(১৬)এর সাথে দেখা হলে ভিকটিম আজাদ(১৬) অভিযুুক্তকে তার গাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করে। তারাভিকটিম আজাদ(১৬)এর অটোরিক্সায় সফিপুর থেকে আনসার একাডেমী হয়ে নির্জন জায়গায় জঙ্গলের মাঝখানের রাস্তায় পৌছালে ভিকটিম আজাদ(১৬)প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য গাড়ী থামায়।
গাড়ী থামার সাথে সাথে ২জন অপরিচিত লোক ভয়ভীতি প্রদর্শন করে নাহিদ হোসেন(২২) এরসাথে থাকা ৫০,০০০/- টাকাছিনিয়ে নেয়। এই ছিনতাই এর ঘটনায় অভিযুুক্ত নাহিদ হোসেন(২২) মনে মনে ভিকটিম আজাদ(১৬) এর সংশ্লিষ্টতার সন্দেহ করে এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।এই পরিকল্পনার অংশ হিসেবেগত ০৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক ৫.৩০ ঘটিকায় অভিযুুক্ত মোঃ নাহিদ হোসেন(২২) ভিকটিমকে ফোন দিয়ে কাঁচা তরকারি পরিবহনের জন্য ডাকে এবং সফিপুর বাজারের ফুটপাত থেকে ৩০টাকা দিয়ে একটি চাকু ক্রয় করে পকেটে লুকিয়ে রাখে। ভিকটিমের অটোতে করে কাঁচা তরকারি আনার জন্য রওয়ানা হয়ে কালিয়াকৈর থানাধীন গোসাত্রা পাড় হয়ে চান্দাবহ কবর স্থানের মোড়ে আসলে অটোটি থামাতে বললে আজাদ(১৬) অটোটি থামায়। অটো রেখে পায়ে হেটে আজাদ(১৬)’কে কাঁচা তরকারি আনার কথা বলে কৌশলে মাঠের (চকের)মধ্যে অন্ধকারে নিয়ে যায়।
একপর্যায়ে অভিযুুক্ত নাহিদ হোসেন(২২) ভিকটিম আজাদ(১৬)’কে গলা টিপে ধরে মাটিতে ফেলে শ্বাসরোধ করে হত্যা করে।মৃত্যু নিশ্চিত করার জন্য তার সঙ্গে নিয়ে আসা চাকু দিয়ে জবাই করারপরেও তার (আসামীর) সন্দেহ হওয়ায় মৃত্যু নিশ্চিত করার জন্য ভিকটিম আজাদ(১৬) এর পুরুষাঙ্গ ও অন্ডকোষ কেটে দেহ হতে বিছিন্ন অবস্থায় ফেলে অটোটি নিয়ে পালিয়ে আসে এবং হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটি ঘটনাস্থলে ফেলে আসে। উক্ত ছিনতাইকৃত অটোটি কালিয়াকৈর থানাধীন হরিণহাটি(এপেক্স রোড) এলাকা হতে ফেদু মাতাব্বর কলোনী এন্ড টাওয়ার এর নীচ তলার অটো গ্যারেজে নিজের অটো বলে রেখে দেয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।