Khoborerchokh logo

গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশকালে ট্রাকে পাওয়া গেলো মাদক ও দেশীয় অস্ত্র 734 0

Khoborerchokh logo

গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশকালে ট্রাকে পাওয়া গেলো মাদক ও দেশীয় অস্ত্র

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানাধীন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িতে গাঁজাসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশকালে ট্রাকচালক ও এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন,গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার ছোট দেওরা এলাকার বাসিন্দা ট্রাকচালক মো. আবু নাঈম (২৮) ও একই থানার শান্তিপল্লী এলাকার পরিচ্ছন্নতাকর্মী মো. আশরাফ (৩০)।


পুলিশ ও কারাগার সূত্রে জানায়,শুক্রবার (১ সেপ্টেম্বর)২০২৩ইং সকালে ময়লা-আবর্জনা আনতে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঢুকছিল গাজীপুর সিটি করপোরেশনের একটি ট্রাক। ট্রাকচালক ওও সহযোগীর গতিবিধি সন্দেহপ্রবণ মনে হলে একপর্যায়ে কারাগার গেটের সামনে কারারক্ষীরা ট্রাকটি তল্লাশি করেন। এসময় ট্রাকের সিট কাভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে প্যাঁচানো প্রায় ২৫০ গ্রাম গাঁজা, দুটি দা, একটি চাকু এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে কোনাবাড়ী থানার পুলিশের কাছে এসব অবৈধ মালামালসহ দুইজনকে হস্তান্তর করা হয়।


কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাঁজা ও দেশীয় অস্ত্র নিয়ে কারাগারে প্রবেশ করছিল ময়লার ট্রাক। এসময় কারারক্ষীরা দুইজনকে আটক করে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (২ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে। 



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com