গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি ::
গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন, ফ্যামিলি ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে । রোববার (১৮ ফেব্রুয়ারি)২০২৪ইং দিনব্যাপী জেলার কালিয়াকৈর উপজেলার শাহিনবাগ রিসোর্টে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিবছর গাজীপুর প্রেসক্লাব এমন আয়োজন করে বলে জানান ক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ। প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনামুল হক আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন । সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দর্শক মাতিয়ে তোলেন সাংবাদিক কন্যা কন্ঠশিল্পী মাহমুদা ইয়াসমিন নিপা, মল্লিকা, জিরো ব্যান্ডের তাপস রায় ও গাজীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন। দিনব্যাপী ওই অনুষ্ঠানে প্রেসক্লাবের গণমাধ্যম কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য হয়ে উঠে উপভোগ্য । অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র-তে ক্লাব সদস্যরা জিতে নেন পুরস্কার। সারাদিনের আনন্দমুখর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক মাসুদুল হক, সিনিয়র সহসভাপতি সৈয়দ লিটন, সাবেক সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, সহ-সভাপতি এম এ সালাম শান্ত, যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, কোষাধ্যক্ষ আফজাল হোসেন প্রচার ও প্রকাশনাপ্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান, এম এ ফরিদ, আবু বকর সিদ্দিক আকন্দ সহ উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ক্লাবের অন্যান্য সদস্যরা।