Khoborerchokh logo

ওমিক্রনের প্রভাবে লকডাউনের বিষয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব 118 0

Khoborerchokh logo

ওমিক্রনের প্রভাবে লকডাউনের বিষয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

বিশ্বব‌্যাপী ডেল্টা ভেরিয়েন্ট করোনা ভাইরাসের প্রভাব কাটতে না কাটতেই আবারও পুরো বিশ্ব ভযঙ্কর পরিস্থিতির দিকে ।প্রানঘাতী আর এক ভাইরাসের নাম ওমিক্রন ।
বিশ্বের অন‌্যান‌্য দেশের তুলনায় বাংলাদেশের প্রাণঘাতী করোনাভাইরাসের পরিস্থিতি ভালো। এই মুহূর্তে লকডাউনের কথা ভাবছে না সরকার,টিকাদানের পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।
বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানীর একটি টিকাকেন্দ্রে বুস্টার ডোজ নিতে এসে এই কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এই তথ্য মিলেছে।
তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি ভালো আছে। আপাতত লকডাউনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। দেশে করোনা ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ আছে।  শিগগির যুক্তরাষ্ট্র থেকে আরও ২৫ লাখ ফাইজারের টিকা আসছে। তবে শুধু তা নিয়েই মহামারি প্রতিরোধ করা যাবে না। টিকাদানের পাশাপাশি স্বাস্থবিধিও মেনে চলতে হবে।
উল্লেখ্য, সারাবিশ্বে নতুন উদ্বেগ-উৎকণ্ঠার নাম করোনার নতুন ধরন ওমিক্রন। অতি সংক্রমণশীল হওয়ায় বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এটি।  এরমধ্যে বাংলাদেশে ৭ জন এতে আক্রান্ত হয়েছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com